নিজস্ব প্রতিনিধি: মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দু’নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের চকফতেউল্লাহ এলাকায়। মৃত যুবকের নাম সুজন সরেন। বয়স ২৬ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দুপুরে ডেবরা ব্লকের, বালিচক,মাড়তলা, মকরামিপুর সহ একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়।
সেই সময় মাঠে ধান গাছ রোপণের কাজ করছিলেন চাষিরা। তখনই বজ্রপাতে মৃত্যু হয় সুজন সরেন নামে ওই যুবকের।
ঘটনা আহত হয় আরও এক ব্যক্তি। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Debra News: ডেবরায় বজ্রপাতে মৃত ১, আহত ১
