ইন্দ্রজিৎ সাহু: বাস ও ট্রেকারের সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। এ ঘটনার গুরুতর আহত হয়েছেন ৪ জন। শনিবার (০৪.০৫.২০২৪) সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর-তেমাথানি রাজ্য সড়কের বিরবিরা ভগবানচক এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ,আজ শনিবার সকালে একটি যাত্রীবোঝাই ট্রেকার তেমাথানি-মকরামপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় বিরবিরা ভগবানচক এলাকায় যাত্রী বোঝাই বাস ওই ট্রেকারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে। ঘটনায় রাজ্য সড়ক থেকে ধান জমিনে পড়ে যায় ট্রেকার। ওই ট্রেকারে থাকা যাত্রীরা ছিটকে পড়ে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। আহত হয় চারজন।
এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে, মকরামপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি ওই ট্রেকারে থাকা আহত চারজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়েছে।
মেদিনীপুর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পর পুলিশ দুটি গাড়িকে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ আধিকারিকরা।