SBN NEWS DIGITAL: প্রায় ১৯ হাজার নিয়োগ বৈধ। মঙ্গলবার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। তাদের কাছে ১৯ হাজার চাকরিপ্রাপকের সমস্ত তথ্য রয়েছে বলে জানিয়েছে। প্রায় ৭ হাজার নিয়োগ অবৈধ তা অবশেষে মেনে নিল এসএসসি।
এসএসসি নিয়োগ মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল সহ অন্যান্য রায় নিয়ে এদিন শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। গত সপ্তাহে এই মামলায় শীর্ষ আদালত মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল।
কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি। প্রধান বিচারপতি যোগ্য ও অযোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছিল এসএসসি।