Top Newsসীমান্ত পেরিয়ে এসে পঁচিশ বছরেরও বেশি ভারতে বাস, গ্রেফতার ৩ বাংলাদেশী সীমান্ত পেরিয়ে এসে পঁচিশ বছরেরও বেশি ভারতে বাস, গ্রেফতার ৩ বাংলাদেশী
SBN: সীমান্ত পেরিয়ে এসে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে বসবাস ভারতে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তপন থানার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধৃত তিন বাংলাদেশিরা হলেন সফিকুল আলি (৪৫), সামসুর আলম (৪১) এবং শাহাজান আলি (৩৮)। এরা তিনজনেই বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা।
১৯৯৮ সাল নাগাদ এরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তপন রামপাড়া চেঁচড়া এলাকায় বসবাস শুরু করেন। ধীরে ধীরে ভোটার থেকে আধার সব কার্ডই বানিয়ে ফেলে। এদিকে বাংলাদেশি নিয়ে তোলপাড় সর্বত্র। ঠিক এই এমূহূর্তে তপন থানার পুলিশের কাছে এনিয়ে খবর পৌঁছায়। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। প্রথমে বাংলাদেশী বলে শিকার না করলেও, পরবর্তীতে পুলিশ জেরায় তিনজন ভেঙে পরেন। যার পরেই নিজেদের বাংলাদেশি হিসেবে মেনে নেন তাঁরা।
তবে এই ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, সীমান্ত প্রহরার দায়িত্ব সামলায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ। বাংলাদেশি অনুপ্রবেশের দায় তাদের। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার বলেন, পুলিশ অভিযান চালিয়েছে। তাদের হেফাজতে নেওয়ার পাশাপাশি, তাদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।