Top NewsWest Medinipur: পাচারের পথে উদ্ধার হল ৩০টি গরু, আটক ৩

West Medinipur: পাচারের পথে উদ্ধার হল ৩০টি গরু, আটক ৩

নিজস্ব প্রতিনিধিঃ আচমকা তল্লাশি অভিযান চালিয়ে ৩০ টি গরু উদ্ধার করল পুলিশ। শুক্রবার দাঁতন ব্লকের সোনাকোনিয়া এলাকায় নাকা চেকিং চলাকালীন গরুগুলিতে উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে শুক্রবার গাড়ির চালকসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে,গরু পাচার ইদানীং অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। পাচারকারীরাও অনেক বেশি সতর্ক। তাই চব্বিশ ঘন্টাই চোখ-কান খোলা রাখতে হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক। পুলিশের দাবি, এলাকায় নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। গরু পাচার রুখতে পুলিশ সব রকম চেষ্টা চালাচ্ছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে দাঁতন ব্লকের অন্তর্গত সোনাকোনিয়া জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় একটি কন্টেনার আটক করে পুলিশ। তারপর ওই কন্টেনারে তল্লাশি চালিয়ে ৩০ টির বেশি গরু উদ্ধার করা হয়।  এই গরুগুলো আকারে সাধারণ গরুর তুলনায় বড়।গরুগুলি মূল্যে ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। পুলিশ আরো জানিয়েছে, গাড়িটি উড়িষ্যার ভদ্রক থেকে উলবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় আটক করা হয়। ঘটনায় গাড়ির চালক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।