Top NewsBREAKING: বেলদায় লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

BREAKING: বেলদায় লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

SBN Digital: লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীসরাই এলাকায়। স্থানীয় পুলিশ ও জানা গিয়েছে, আজ সকালে একটি প্রাইভেট গাড়ি ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল। বেলদা রানীসরাই এলাকায় লেন ক্রস করার সময় লরি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারের ঘটনাস্থলে ছুটে আসে। তারপরে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ পৌঁছায়। পুলিশের তৎপরতায় জাতীয় সড়কে যানজট মুক্ত হয়। তবে স্থানীয়দের দাবি প্রাইভেট কারের চালকের চোখে নিদ্রাত চলে আসার কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক রাস্তা থেকে অন্য রাস্তায় লেন ক্রস করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়ি দ্রুত গতিতে ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ লরিটিকে আটক করেছে, এর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেটকারটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।