SBN Digital: ডিজিটাল জন্মের সার্টিফিকেট ছাড়া হচ্ছে না আধার কার্ড। ফলে স্কুলে ভর্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ডেবরা ব্লকের দলপতিপুর এলাকার প্রায় ৫০টি পরিবার। অভিযোগ উঠেছে, ডেবরা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল জন্মের সার্টিফিকেট দেওয়ার কাজে গড়িমসি করছে। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিডিও জানান, বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা (৫/১) গ্রাম পঞ্চায়েতের দলপতিপুর এলাকার ৫০টি পরিবারের এই মুহূর্তে দিশাহারা অবস্থা। তাঁরা জানিয়েছেন, ৮-৯ বছর আগে যেসব সন্তানরা জন্মেছে, তাদের জন্মের সার্টিফিকেট হাতে লেখা থাকায় এখন আধার কার্ড হচ্ছে না।
জন্মের ডিজিটাল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আর সেই ডিজিটাল জন্মের সার্টিফিকেট দিতে না পারায় আধার কার্ড বানানো যাচ্ছে না। বারবার প্রত্যাখ্যান করা হচ্ছে। আর যেসব ছেলেমেয়েদের ডিজিটাল জন্মের সার্টিফিকেট রয়েছে, তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের একই পোর্টালে হাতে লেখা জন্মের সার্টিফিকেট দিলেই প্রত্যাখ্যান হয়ে যাচ্ছে। আর এই আধার কার্ড না হওয়ায় এখন দলপতিপুর এলাকার ৫০টি পরিবার বিপাকে পড়েছে। এদিকে, রহিমা বিবি, জামিলা খাতুন-সহ আরও কিছু অভিভাবকদের অভিযোগ, বারবার যোগাযোগ করা হলেও ডেবরা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও গুরুত্ব দিচ্ছে না। উল্টে, অনেক সময় দুর্ব্যবহার করা হচ্ছে। যদিও এই অভিযোগ ঠিক নয় বলে দাবি করে ডেবরা ব্লক স্বাস্থ্য আধিকারিক শুচিস্মিতা মণ্ডল বলেন, “আমাদের কাছে ২০১৫ সাল ও তার পরবর্তী বছরগুলিতে জন্ম হওয়া সন্তানদের ডিজিটাল জন্মের সার্টিফিকেটের আবেদন আসছে। আর আজ থেকে ৮-৯ বছরের পুরনো রেকর্ড ঘেঁটে সমস্ত তথ্য বের করে খতিয়ে দেখে ডিজিটাল জন্মের সার্টিফিকেট তৈরি করতে হচ্ছে। ফলে একটু সময় লাগছে। কিন্তু কাজ হচ্ছে না বা আমরা গুরুত্ব দিচ্ছি না এই অভিযোগ একদম ঠিক নয়।”
জানা গিয়েছে, ২০২১ সালে রাজ্য সরকারের একটি নির্দেশিকায় বলা হয়েছিল, জন্মের সার্টিফিকেট ডিজিটাল করতে হবে। আর ২০২৩ সালের ১ অক্টোবর থেকে বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এখন ডেবরা গ্রামীণ হাসপাতালে ২০১৫ সাল থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জন্ম হওয়া বাচ্চাদের ডিজিটাল জন্মের সার্টিফিকেট তৈরি করতে হচ্ছে ব্লক স্বাস্থ্য বিভাগকে। ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, “বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। বলা হয়েছে গুরুত্ব দিয়ে এই কাজটি করার জন্য।” ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে।
Debra News: ডিজিটাল জন্মের সার্টিফিকেট ছাড়া হচ্ছে না আধার কার্ড,ডেবরায় সমস্যায় ৫০টি পরিবার
