নিজস্ব সংবাদদাতাঃ রেল স্টেশনের প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপর চাপা পড়ে মৃত্যু হল এক আট বছরের শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর রেল স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত প্রায় নয় মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর রেল স্টেশন জুড়ে। অমৃত ভারত প্রকল্প সহ রেলস্টেশনের সংস্কারের কাজ করার জন্য পাঁচ এবং ছয় নম্বর প্লাটফর্মের মাঝামাঝি একটি লোহার বিম দাঁড় করিয়ে রাখা ছিল। আজ দুপুরে ওই লোহার বিম ধরে খেলছিল আট বছরের এক ভবঘুরে শিশু। খেলার সময়ই হঠাৎই বিমটি ওই শিশুটির উপর পড়ে যায়। শরীরের বেশ কিছুটা অংশ থেতলে যায়। তড়িঘড়ি এই খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক্ষেত্রে অনেকেই রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে। অনেকে বলছে, যদি কোনো নির্মাণ কাজ বা যন্ত্রপাতি রাখা হল কেন? ভারী যন্ত্রপাতি ব্যবহার বা নির্মাণ কাজ করার সময়, জনসাধারণের নিরাপত্তা নিয়ে ভাবা দরকার ছিল রেল কর্তৃপক্ষকে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেটি ভবঘুরে। বাবার মায়ের স্টেশনে থাকতো। হঠাৎই ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরো জানা গিয়েছে, ইতিমধ্যে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা পৌঁছেছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনার ব্যাপারে খড়গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ঘটনা খুব মর্মান্তিক। আমরা সব দিক খতিয়ে দেখছি। ইতিমধ্যে ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে।
Kgp Incident: খড়গপুর রেল স্টেশনে লোহার বিম চাপা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
