নিজস্ব সংবাদদাতাঃ প্রশাসনের নজর এড়িয়ে সবং-এর একাধিক এলাকা জুড়ে অসাধু ব্যবসায়ীদের রমরমিয়ে চলছিল চোলাই মদ কারবার। বৃহস্পতিবার রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের খাজুরি, হরেকৃষ্ণ বুথ। দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি,বড়চাহারা,সানচাহারা। সারতা অঞ্চলের সরিষা সহ একাধিক এলাকার অবৈধ চোলাই মদের ঠেকে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর ও সবং থানার পুলিশ। পুলিশি অভিযানে গুড়িয়ে দেওয়া হয় চোলাই মদের ঠেক। উদ্ধার হওয়া চোলাই মদ তৈরির বেশকিছু উপকরণ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় চোলাই তৈরির কাঁচামাল ৪২ লিটার ও চোলাই ৪২ লিটার। এই অভিযানে উপস্থিত ছিলেন সবং সার্কেল আবগারি দপ্তরের আধিকারিক সহ (SABANG POLICE STATION) সবং থানার বিভিন্ন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এই চোলাই মদ বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তৈরি করে বাইরে গিয়ে বিক্রি করেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। চোলাই মদের আকর্ষণ বাড়াতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পিরিতিন জাতীয় খার, মিথানল, ইউরিয়া এমনকি কীটনাশক এর মতো বিষ ও মিশিয়ে দেওয়া হচ্ছে আজকাল। তাতেই চোলাই মদ খাওয়ার পর অল্প সময়ে নেশায় আসক্ত হচ্ছেন মদ্যপ্রেমীরা। পুলিশ ও আবগারী সূত্রে জানা যায় সবং ব্লকের (DASAGRAM) দশগ্রাম, খাজুরি, দাঁদরা, চাঁদকুড়ি, বড়চাহারা, সানচাহারা, সরিষা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আবগারি দপ্তর এবং সবং থানার বিশাল পুলিশ বাহিনী।
তবে পুলিশ কর্মীরা ওই এলাকায় অভিযান চালানোর আগেই অবৈধ চোলাই মদ ব্যবসায়ীদের একাংশ এলাকা ছেড়ে চম্পট দেয়। তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম নেপু ভক্তা ওরফে রবি। বয়স ৩০ বছর। বাড়ি হরেকৃষ্ণ বুথ এলাকায়। ধৃতকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই অভিযান লাগাতার চলবে বলে আবগারি সূত্রে জানা যায়।
EXCISE: চোলাই মদের বিরুদ্ধে সবং আবগারি ও পুলিশের যৌথ অভিযান, গ্রেফতার ১
