General Newsকালবৈশাখীর দাপট! সবং-নারায়ণগড় সহ একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গী ঝড়ো হাওয়া-বজ্রপাত

কালবৈশাখীর দাপট! সবং-নারায়ণগড় সহ একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি, সঙ্গী ঝড়ো হাওয়া-বজ্রপাত

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বিকেল থেকে আকাশের মুখ ভার ছিলই। আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগামী তিনদিন কালবৈশাখী আসছে। তার সঙ্গী হয়ে থাকছে প্রবল প্রবল ঝড়ো হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টি। বাস্তবে তাই হলো, মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং-নারায়ণগড় সহ একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি,তার সঙ্গে শুরু হলো প্রবল ঝড়ো হাওয়া ও বজ্রপাত। যার জেরে এলাকায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকখানি নেমে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে কাজের শেষে বাড়ি ফেরার সময় বৃষ্টির জেরে বিপদে পড়তে হয়েছে এলাকার মানুষজনকে। ছাতা থাকলেও তাতে প্রবল ঝড়ো হওয়া সঙ্গে বৃষ্টি রোখা যায়নি।