SBN: পাক অধিকৃত কাশ্মীরে ৯ জায়গায় মিসাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটি। ইতিমধ্যে দেশে টানটান উত্তেজনা। এরই মধ্যে জারি হল নোটাম। দেশের নিরাপত্তা স্বার্থে ১৫টি বিমানবন্দরে আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে। সূত্রে জানা গেছে লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগঢ়, যোধপুর, জয়সালমীর, জামনগর, ভাটিন্ডা, ভূজ, ধর্মশালা, রাজকোট, পোরবন্দর, থৌ বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে।