Top News২২ দিন পর দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ

২২ দিন পর দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ

SBN: দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ২২ দিনের মাথায় ভারতে ফিরলেন তিনি। আজ, বুধবার পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম। সকাল দশটা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে বন্দি অবস্থায় ছিলেন তিনি। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন।