Top Newsমহিলা ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রসূতিদের ভিডিও কলে যৌন হেনস্তার...

মহিলা ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রসূতিদের ভিডিও কলে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার ১

SBN: মহিলা ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রসূতিদের ভিডিও কলে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই ভুয়া চিকিৎসককে বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে এক ব্যক্তি নিজেকে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে রানাঘাট পুরসভার নার্সিং বিভাগে ফোন করে আশাকর্মীদের তাঁদের এলাকার প্রসূতি মায়েদের নম্বর দিতে বলে। অভিযোগ, এরপরই রানাঘাট পুরসভা এলাকার বাসিন্দা এক প্রসূতি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন যে ওই ব্যক্তি ভিডিও কলে তাঁকে যৌন হেনস্তা চিকিৎসকের কথা শুনে আগুপিছু যাচাই না করেই পুরসভার নার্সিং বিভাগ বিভিন্ন আশাকর্মীদের সেই নির্দেশ দিয়েও দেয়। বিষয়টি পুরসভাকে জানানো হলে পুরসভার পক্ষ থেকেও রানাঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। ভিডিও কলের মোবাইল নম্বর অনুসন্ধান করে রানাঘাট থানার আইসি-র নেতৃত্বে রানাঘাট পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে বর্ধমান থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক সিম থেকে ওই ব্যক্তি শুধুমাত্র রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবাকে টার্গেট করে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় নিজেকে সেখানকার স্থানীয় হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে আশাকর্মীদের ব্যবহার করে প্রসূতিদের এই যৌন হেনস্তা করছিল। শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থাকেই কালিমালিপ্ত করার চেষ্টা, নাকি এর পিছনে কোনও ব্ল‍্যাকমেলিংয়ের উদ্দেশ্য ছিল নাকি ডার্ক ওয়েবে সেই ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং বিক্রির চক্র সক্রিয় কিনা, তা জানতে ধৃতকে জেরা করে তদন্ত চালাচ্ছে রানাঘাট থানার পুলিশ।