নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)-র যৌথ অভিযানে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা! শুক্রবার ভোরবেলা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। দুটি চলন্ত গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক! সব মিলিয়ে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুটি গাড়ি থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল খড়গপুর-কলকাতা ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে ডেবরা থানা এলাকা দিয়ে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে। সেই মতো বিশাল বাহিনী নিয়ে অভিযান শুরু করে এসটিএফ ও ডেবরা থানার পুলিশ। সেই সময় দুটি গাড়ি ওড়িশার থেকে খড়গপুর হয়ে কলকাতার দিকে আসছিল। ডেবরার ধামতোড় এলাকায় গাড়ি দুটিকে আটক করতেই ভিতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়, যার ওজন প্রায় এক কুইন্টাল।
সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ছয় লক্ষ টাকারও বেশি। তারপরে গাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই বিপুল পরিমাণ মাদক ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে কলকাতার দিকে পাচার করার উদ্দেশ্য ছিল। পুলিশ জানিয়েছে ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের ধৃত চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হবে।