Top NewsMurder Case: প্রেমিককে সঙ্গে নিয়ে ‘পথের কাঁটা’ স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও... Murder Case: প্রেমিককে সঙ্গে নিয়ে ‘পথের কাঁটা’ স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক
SBN Digital: পরকীয়ায় পথের কাঁটা হয়ে উঠেছিল স্বামী। তাঁকে সরাতে প্রেমিকের সঙ্গে ছক কষে স্ত্রী। তারপর, পরিকল্পনা করে স্বামীকে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন করল প্রেমিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের রাজগ্রাম এলাকায়। তদন্তে নেমে পুলিশ নিহতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত। নিহতের নাম বরুণ দাস (৪৭)। বাড়ি গোঘাটের রূপবাটী গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায়। পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তাঁকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী মিতা দাস ও প্রেমিক তন্ময় দাস ওরফে তাপসকে।
জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বরুণবাবু। এরই মধ্যে রবিবার রাজগ্রামে জঙ্গলে ভরা পুকুরপাড় থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। জানা যায়, দেহটি বরুণ দাসের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি মিতা ও তার প্রেমিকের কীর্তি। মিতার সঙ্গে বছর দেড়েক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের বাসিন্দা তন্ময় ওরফে তাপসের। বছরখানেক আগে প্রেমিকের হাত ধরে মহিলা পালিয়েও যান। একমাস আগে ফিরে আসেন। যদিও, স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। দিনকয়েক আগে পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের ছক কষে মিতা। এই কাজে তাকে সঙ্গ দেয় তন্ময়। প্ল্যানমাফিক তন্ময় বরুণকে মদের আসরে ডেকে নিয়ে যায়। এরপর মদ্যপ অবস্থায় সেখানেই তাঁকে খুন করে। বরুণের মৃত্যু নিশ্চিত করার পর মিতাকে ফোন করে তন্ময়। কথোপকথন শুনে ফেলে মিতার নাবালিকা মেয়ে।
স্বামী মারা গিয়েছে নিশ্চিত হওয়ার পর মিতা ফোনে বলে পথের কাঁটা সরে গেল। তা শুনতে পেয়ে মেয়ে মিতাকে জিজ্ঞাসা করে, কাকে খুন করেছ? উত্তরে মিতা বলে, “তোর বাবাকে”। ঘটনার কথা কাউকে জানালে তাকেও খুন করে দেওয়ার হুমকি দেয় মিতা। আতঙ্কে নাবালিকা প্রথমে কাউকে কিছু না জানালেও পরে তার দাদুকে সব কথা খুলে বলে। তারপর গোঘাট থানায় বউমা ও তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান বরুণের বাবা বিশ্বজিৎ দাস। তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। বরুণ নিখোঁজ হওয়ার পর থেকে মিতা স্বাভাবিকই ছিল। তার মধ্যে কোনও অনুতাপের লেশমাত্র ছিল না। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, তন্ময় রাতে বরুণকে প্রচুর মদ্যপান করানোর পর শ্বাসরোধ করে খুন করে দেহটি পুকুরপাড়ে ফেলে দেয়।