Top Newsবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা! প্রশ্নপত্র ঘিরে তুঙ্গে বিতর্ক

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা! প্রশ্নপত্র ঘিরে তুঙ্গে বিতর্ক

নিজস্ব সংবাদদাতাঃ প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা। ‌বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাস প্রশ্নপত্র ঘিরে জেলা জুড়ে সমালোচনার ঝড়। এই নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। জানা যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারে এই প্রশ্ন রাখা হয়েছিল।১২ নম্বর দাগের প্রশ্ন ছিল মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন? আর এই প্রশ্নটি বাইরে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক। যারা দেশের জন্যই এক সময় লড়াই করেছে, প্রাণ দিয়েছেন তাঁদেরকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করলো ? এই ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে Email মারফত অভিযোগ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী চিঠি করেছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের এইভাবে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অগ্রহণযোগ্য ও দূরভিসন্ধিমূলক। এখন ইংরেজ আমল নয়, স্বাধীন ভারতের একটি বিশ্ববিদ্যালয় স্তরে ইতিহাসের প্রশ্নপত্রে এমন বিকৃত দৃষ্টিভঙ্গি ছাত্রছাত্রী ও সমাজের কাছে বিপ্লবীদের স্মরণীয় অবদানকে কালিমালিপ্ত করছে। আমরা, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও ইতিহাস বিভাগের পক্ষ থেকে এই ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ভুল স্বীকার করা হোক। না হলে বড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।