Top NewsBody recovery: সবংয়ে খালে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধার দেহ! তারপর ?

Body recovery: সবংয়ে খালে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধার দেহ! তারপর ?

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর খাল থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। ‌সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দেভোগ অঞ্চলের কুচাইপুর খালে। মৃতের নাম ঝড়ি নায়েক। বাড়ি দেভোগ অঞ্চল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধা বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল।এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। সোমবার বিকেলে কুচাইপুর সংলগ্ন খালে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। পরবর্তীতে এই খবর পেয়ে সবং থানার পুলিশ গিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে।