Top NewsBREAKING: খড়গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ

BREAKING: খড়গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ

SBN Digital: খড়্গপুর আইআইটিতে ফের রহস্যমৃত্যু পড়ুয়ার। আজ অর্থাৎ শুক্রবার সকালে আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে ঝুলন্ত অবস্থায় ঋতম মণ্ডলের দেহ উদ্ধার হয়। ঋতম খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন রাজেন্দ্র প্রসাদ হলে। রিতমের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়।  শুক্রবার সকালে রাজেন্দ্র প্রসাদ হলের রুম থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
জানা যায়, ঋতম খড়গপুর আইআইটি রাজেন্দ্র প্রসাদ হলে থাকতেন। এদিন সকালে ঋতমের বন্ধুরা তাঁকে ডাকতে এসে দেখে দরজা বন্ধ রয়েছে। এরপর ডাকাডাকি করে সাড়া না মেলায় তাঁরা আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। পরবর্তীতে খড়গপুর টাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, গলাই ফাঁস নিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। দেহ উদ্ধারের পর সকালে ময়নাতদন্তের জন্য সেটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় খড়্গপুর টাউন থানার পুলিশ। খবর দেওয়া হয় ওই পড়ুয়ার অভিভাবকদেরও। ইতিমধ্যেই হস্টেলের ওই ঘরটি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।