SBN Digital: ২১ জুলাই দিলীপকে কোন মঞ্চে দেখা যাবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছিল। দিলীপ নিজে বলছিলেন, ২১ জুলাই কোনও না কোনও মঞ্চে আমাকে দেখা যাবেই। তার উত্তর ২১ জুলাই পেয়ে যাবেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্যের পর কিন্তু জল্পনা তুঙ্গে ওঠে। গত ২৮ জুলাই মোদীর বাংলা সফরের দিনই নাড্ডার ডাকে দিল্লী রওনা দেন দিলীপ। দিল্লি থেকে কলকাতায় ফিরে দিলীপ জানানোর পর। ২১ জুলাই খড়্গপুরে সভা করবেন। তখনই সব জল্পনার অবসান ঘটে। সোমবার বেলা ৩ টে নাগাদ খড়্গপুরের গিরি ময়দানে জমায়েতের ডাক দিয়েছিলেন দিলীপ। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’। সেইমত আমার বিকেলে শ্রদ্ধাঞ্জলি সভা মঞ্চে খুন হওয়ায় প্রায় ২ শতাধিক বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ। শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০১৯ সালে আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছিলাম। ১৮ এমপি দিয়েছিলাম। কতজন ইউটিউবার ছিল? কতজন সাংবাদিক ছিল? কটা চ্যানেল ছিল? কটা পেপার ছিল? টিএমসির চোখরা রাঙ্গনির বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে জিতিয়ে ছিলাম।
প্রতিষ্ঠিত করেছিলাম দলকে। দিলীপ ঘোষের কথায়, কোন চ্যানেল। কোন ইউটিউবার। কোন পেপার লাগবে না। আপনার আমার কব্জির জোর এটাই বাংলার পরিবর্তন করবে। নিজের কোমরের জোর নিজের কব্জির জোর আর পদ্মফুলে বিশ্বাস রাখুন পরিবর্তন আনবে। এটাই বাংলায় পরিবর্তন আনবে, সুশাসন আনবে। এই কথাটা আমি বলতে এসছি।
Dilip Ghosh: নিজের কব্জির জোর আর পদ্মফুলে বিশ্বাস রাখুন। এটাই বাংলার পরিবর্তন আনবে, দলীয় কর্মীদের বার্তা দিলীপ ঘোষের
