Top Newsখড়গপুর আইআইটিতে আবারও এক ছাত্রের মৃত্যু

খড়গপুর আইআইটিতে আবারও এক ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ মাত্র চার দিনের ব্যবধানে আবারো খড়্গপুর আইআইটিতে এক ছাত্রের মৃত্যু। মৃত ছাত্রের নাম চন্দ্রদ্বীপ পাওয়ার। বয়স ১৯ বছর। বাড়ি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। খড়গপুর আইআইটির নেহেরু হলে থাকতেন। 
জানা গিয়েছে, গতকাল সোমবার রাতের খাবার খাওয়ার পর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাচ্ছিল চন্দ্রদ্বীপ পাওয়ার। তখনই হঠাৎ তার শ্বাসনালীতে ওষুধ আটকে যায়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট শুরু হলে। ‌ ঘটনাস্থলে আইআইটি কর্তৃপক্ষ ছুটে গিয়ে ওই ছাত্রকে খড়গপুর আইআইটির বিসি রায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা করা যায়নি। ‌ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে চন্দ্রদ্বীপ। 
এদিকে এই ঘটনার খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। আজ অর্থাৎ মঙ্গলবার ওই ছাত্রের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। মৃতের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ আধিকারিকরা।