Top NewsKharagpur: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তোপ দিলীপ ঘোষের

Kharagpur: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তোপ দিলীপ ঘোষের

SBN Digital: স্কটল্যান্ড থেকে ২১ জুলাইয়ের সকালে কলকাতায় ফিরেছেন দেব। তারপর সোজা পৌঁছে গিয়েছেন ধর্মতলার সমাবেশমঞ্চে। পরনে কালো পোশাক। ‘শহিদ স্মরণ’ দিবস বলেই? কিন্তু ঘাটাল একাধিকবার বন্যায় কবলিত হলো একবার এলাকায় এলো না দেব? রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে গত কয়েকদিন ধরে। মঙ্গলবার সকালে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে এবার দিলীপ ঘোষের নিশানায় দীপক অধিকারী (Dev)। দিলীপ ঘোষ বলেন, দেব প্রত্যেকবারই ইলেকশনে বলে এবারে যদি ঘাটালের সমস্যার সমাধান না করি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়াই আবার ওখানকার লোকেরা ভোট দেয় কারণ মেদিনীপুরের ছেলে। ভালো ছেলে, কিন্তু এরকম নিকর্মা ভালো ছেলে কে হবে? সে কোন কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে ? ঘাটালের লোক এটুকু দাবি করতে পারে না, ভাই তুমি আমার বাড়ির ছেলে। বাড়ি থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয়। বাচ্চাদের ভিজে স্কুলে যেতে হয়। ৬ মাস জলে থাকতে হয়। তোমার কোন কাজ নেই দম থাকলে পদত্যাগ করে দেখাও। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে। তারা “চামচাগিরি” করে না। মেদিনীপুরের লোক এরকম হতে পারে না। পাশাপাশি তিনি আরো বলেন, ব্ল্যাকমেল করে তাঁকে রাজনীতিতে রাখা হয়েছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, এগুলো টিএমসির লোকেরা করেছে সব। এবং প্রত্যেকবারে তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো। প্রোডাকশন বন্ধ করে দেব। তাই সে বাধ্য হয়ে যাচ্ছে। তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি,পান্তা খেয়ে বেঁচে থাকে মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথানত করো না। যদি দম থাকে বেরিয়ে এসো।