নিজস্ব সংবাদদাতাঃ বন্যা বিধ্বস্ত ঘাটালে বিভিন্ন পঞ্চায়েতের রাস্তাঘাট জলমগ্ন। জল কমলেও নাজেহাল হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বন্ধুদের নিয়ে জল থৈ থৈ কোমর জলে বসে মদ্যপান করছেন বিজেপির পঞ্চায়েত। সেই ভিডিও মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এসবিএন ডিজিটাল।
জানা গিয়েছে, ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামের পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক কোমর জলে মাঝখানে বসে রয়েছে। তার দুই পাশে বসে রয়েছে দুই বন্ধু। তাদেরকে নিয়েই খোশ মেজাজে মদ্যপান করছেন। মদ খেতে খেতে আবার বলতে শোনা যাচ্ছে মোদী জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে এই বিষয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক জানিয়েছেন, এই ভিডিও অনেক পুরনো। কোন কারনে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সবাই মদ, সিগারেট খাও! সিগারেট খেলে ট্যাক্স বাড়বে। ওদের টার্গেট বেঁধে দিচ্ছে মদ খাওয়ানোর জন্য। সেই রাজ্যের জনগণ তো এগুলোই শিক্ষা পাবে।
অন্যদিকে ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করেছে তৃণমূল। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি বলেন, এটা হচ্ছে বিজেপির চরিত্র। বিজেপি মানুষের সাথে নেই। কিন্তু নেশার ঘোরে যেসব কথা বলেছে দেব কিছুই করেনি, বিজেপি মাস্টার প্ল্যান করছে। অথচ বিজেপির কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে মাস্টার প্ল্যানের কোন টাকা দেবে না। এই যে বিজেপি পঞ্চায়েত নেশার ঘরে মিথ্যে কথা বলছে। আবার বিজেপির কেউ নেশা না করেও মিথ্যে কথা বলছে। এদের দুপক্ষই আমাদের কাছে সমান। এই ঘটনার আমরা নিন্দা করছি।
Ghatal: কোমর জলে বসে মদ্যপান বিজেপির পঞ্চায়েত সদস্যের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
