Top NewsRain: পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক ব্লকে প্রবল বৃষ্টি

Rain: পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক ব্লকে প্রবল বৃষ্টি

নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিসের সতর্কতা ছিলই। সেই সতর্কতা মেনেই ঝেঁপে বৃষ্টি শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায়। আজ সকাল থেকে তুমুল বর্ষণ হয়েছে সবং, পিংলা, নারায়ণগড়, ডেবরা, বেলদা, দাঁতন, খড়গপুর সহ একাধিক এলাকায়‌। হাওয়া অফিসের তথ্য, ২৬ জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। ২৭ জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।