Top Newsস্ত্রীর প্রেমিকের টাটা সুমো গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! কিন্তু কেন...

স্ত্রীর প্রেমিকের টাটা সুমো গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! কিন্তু কেন ?

SBN Digital: স্ত্রীকে প্রেমিক নিয়ে চলে যাওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে সেই প্রেমিকের টাটা সুমো গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বেলডাঙা থানার মকরামপুর এলাকায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তবে টাটা সুমো গাড়ির ক্ষতি হলেও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত স্বামী এবং আরও একজনকে গ্রেপ্তার করল বেলডাঙা থানার পুলিশ। বেলডাঙা থানার বিশুর পুকুর এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঘর সংসার করছিলেন এক গৃহবধূ। দু’দিন আগে ওই গৃহবধূকে নিয়ে চলে যান মকরামপুর এলাকার এক যুবক। বিষয়টি জানতে পেরে রাগে ফেটে পড়েন ওই গৃহবধূর স্বামী রবিন মন্ডল। রাতে মকরামপুরের ওই যুবকের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি টাটা সুমোতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই যুবক-সহ এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বেলডাঙা থানায় ওই যুবক অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে দু’জনকে গ্রেপ্তার করা হয়। বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, রবিন মন্ডলের স্ত্রীকে মকরামপুরের এক যুবক বাড়িতে নিয়ে চলে আসার কারণে রাগবশত ওই যুবকের টাটা সুমো গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে রবিন মন্ডল এবং সুরেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।