Top NewsMahashtala: মাকে জীবন্ত পুড়িয়ে মারল ছেলে, মহেশতলায় ভয়ংকর ঘটনা

Mahashtala: মাকে জীবন্ত পুড়িয়ে মারল ছেলে, মহেশতলায় ভয়ংকর ঘটনা

নিজস্ব প্রতিনিধিঃ ভয়ংকর ঘটনা! মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল গুনধর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা থানার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের সারাঙাবাদ পোড়রমাঠ সংলগ্ন এলাকায়। মৃত বৃদ্ধার নাম বিজলি ঘোষ। বয়স ৮০ বছর। সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ৮০ বছরের বৃদ্ধা বিজলি ঘোষকে নিয়ে তার ছেলে সঞ্জয় ঘোষ (৫০) থাকতেন। প্রতিনিয়ত মায়ের সঙ্গে ছেলের খুঁটিনাটি পারিবারিক বিবাদ লেগে  থাকতো। গত কয়েকদিন আগে ভারী বস্তু দিয়ে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গুণধর ছেলে সঞ্জয়ের বিরুদ্ধে। এবার মাকে জীবন্ত পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গতকাল রাতে মায়ের সঙ্গে ছেলের তর্ক বিতর্ক হয়। তারপরে রাগের বসে মায়ের গায়ে আগুন লাগিয়ে দেয় সঞ্জয়। এলাকার মানুষজন সঞ্জয়ের বাড়িতে থেকে ধোঁয়া বেরোতে দেখে ঘটনাস্থলে গিয়ে দেখেন খাটের মধ্যে দাউদাউ করে আগুনে পুড়ছে মা। পাশের ঘরে শুয়ে ছেলে। এই খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় মানসিক ভারসাম্যহীন। সঞ্জয়কে আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। ‌গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে।