নিজস্ব প্রতিনিধি: পারিবারিক বিবাদের জেরেই কাকদ্বীপের রামতনুনগরে খুন হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখ। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে নিহতের ভাই রাকেশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, বাড়ির অদূরেই ধানখেত থেকে উদ্ধার হয় রাকিব শেখের (২৭) রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ওই যুবকের ঘাড়ে নৃশংসভাবে কোপানো হয়। নিহত যুবক স্থানীয় পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। খুনের ঘটনায় রাজনীতির রংও লাগে। যদিও তদন্তে নেমে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ খুনের পিছনে পারিবারিক ঝামেলার গন্ধ পায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় পরিবারের কেউই এই খুনের সঙ্গে যুক্ত। সেইমতো তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ।
শেষ পর্যন্ত পুলিশ নিহত যুবকের ভাই রাকেশ শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে কাকদ্বীপ এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে নিহত যুবক খ্যাপাটে ধরনের ছিল। যখন তখন বাড়ির লোকজনের কাছে ও ভাই রাকেশের কাছে টাকা চাইত। না পেলে মারধরও করত। কিছুদিন আগে রাগে রাকেশের শখের কিছু পায়রা মেরে ফেলেছিল রাকিব। তারপর থেকেই রাগে ফুঁসছিল অভিযুক্ত। রাতে রাকেশ ভাইকে ডেকে নিয়ে গিয়ে পুরনো সেসব রাগ মেটাতেই বদলা নেয় বলে এসডিপিও জানান। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত চালায় পুলিশ।
পুরনো আক্রোশের জেরে ভাইকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১
