General Newsঘরের মধ্যে মজুত রাখা বোমার বিস্ফোরণ, গ্রেফতার ১

ঘরের মধ্যে মজুত রাখা বোমার বিস্ফোরণ, গ্রেফতার ১

SBN Digital: ঘরে মজুত রাখা বোমার বিস্ফোরণ। রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার নটিয়াল ঘোষপাড়ার এই ঘটনায় ধৃত গোলাম গাউস শেখ রিপন (৩৫)। যদিও তার সাফাই, “দুষ্কৃতীরা আমাকে মারতেই ওই ঘরে বোমা ফাটিয়েছে। ভাগ্য ভালো যে আমি রাতে ঘরে ছিলাম না।” যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইরে থেকে কেউ ওই বোমা ফাটায়নি। একটি বস্তার মধ্যে ভরে এক বা একাধিক সকেট বোমা ঘরের সানসেটে রাখা ছিল, যেকোনওভাবেই হোক সেটা ফেটে গিয়েছে। ঘর সমস্ত নমুনা সংগ্রহ করেছে পুলিশ। গোলাম গাউসের খুড়তুতো দাদা আলমগীর হোসেন জানান, ওই বোমা ফাটার পিছনে গভীর ষড়যন্ত্র আছে। কি সেই ষড়যন্ত্র? তার উত্তরে বলেন, “২০২৩ সালের ৩০ মার্চ বাড়ির পাশেই একটি পুকুরের দখলদারী নিয়ে জমি মাফিয়াদের সঙ্গে আমাদের বিরোধ বাঁধে। ওই বিরোধ থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আমার এক ভাই পাইলট শেখের (৩২) মৃত্যু হয়। ঘটনার মাস ছয়েক পরে ওই মামলায় ২৮ জন আসামী আদালত থেকে জামিন পেয়েছে। তারা গ্রামে ফেরার জন্য আমাদের চারজন ভাইকে খুন করার হুমকি দিচ্ছিল। তারই ফল স্বরূপ আজ ভোরে ওই ঘরে বোমা ফাটানো হয়েছে।” আলমগীরদের বিরোধী পক্ষের মইদুল মণ্ডল অবশ্য বলেন “দু’বছর চার মাস আগে হওয়া সংঘর্ষে আলমগীর শেখের ভাই পাইলট শেখ খুন হয়েছিল জনরোষ থেকে। তবুও আমাদের ২৮ জনের নামে খুনের অভিযোগ করা হয়েছিল। ওই ঘটনার ৬ মাস পর আমরা আদালত থেকে জামিন পাই।” তাদের অভিযোগ “আমরা জামিন পেলেও ওই আলমগীর শেখ ও তাদের লোকজনদের ভয়ে আমরা বাড়ি যেতে পারছি না। প্রায় এক বছর দশ মাস হল এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি।” ঘটনায় ১২টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে দাবি তাদের। স্থানীয়রা জানান ফেরার মানুষদের বাড়ি ফেরানোর জন্য তারা বারবার পুলিশ ও আদালতের দ্বারস্থ হয়েছেন। তার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ওই জামিনে মুক্তদের সম্প্রতি গ্রামে ফেরানোর একটা পরিবেশ তৈরি করে পুলিশ। পাড়ায় ঢোকার ও বেরোবার পথে মোট ২৯টি সিসি ক্যামেরা লাগিয়েছে। প্রয়োজনে আরও লাগাবে বলে জানা গিয়েছে। যাতে পুলিশ বুঝতে পারে কে বা কারা পাড়ায় গন্ডগোল করছে। মইদুল মণ্ডল বলেন, “আমরা বাড়ি ফিরব, যখন এই অবস্থা সৃষ্টি হয়েছে, ঠিক তখন ওই গোলাম গাউসরা নিজেরাই বোমা ফাটিয়ে আবার উত্তেজনার সৃষ্টি করলো।” পুলিশের ধারনা, ওই ঘরেই মজুত ছিল বোমা। সেটাই ফেটে গিয়েছে। ধৃত গোলাম গাউস ও পাড়ার বয়স্ক মহিলাদের দাবি ওই ঘরে বাইরে থেকে কেউ বা কারা বোমা রেখেছিল, নয়তো এদিন ভোরে সেখানে কেউ পৌছে ওই সকেট বোমা ফাটিয়েছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “ওখানে মজুত বোমাই ফেটেছে। আর ওই ঘরে বোমা মজুত রাখার দায়ে গোলাম গাউসকে গ্রেপ্তার করা হয়েছে।”