Top NewsPingla News: পিংলা কলেজে ছাত্র নেতার দাদাগিরির ছবি ভাইরাল! এ নিয়ে তুঙ্গে...

Pingla News: পিংলা কলেজে ছাত্র নেতার দাদাগিরির ছবি ভাইরাল! এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

SBN Digital: শাসকদলের ছাত্র নেতার এই বাড়বাড়ন্ত একদিনের নয়। দীর্ঘ কয়েকবছর ধরে তার এমনই জোরজুলুমের সাক্ষ্মী কলেজ। অভিযোগ, তারপরেও নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। কেউ তাকে দাদা বলে, কারোর কাছে তিনি গুরু। মনোজিতের মত দাদাদের দাদাগিরি রাজ্যের প্রতিটি কলেজে। গড়িয়াহাট থেকে বালুরঘাট। এবার পিংলা কলেজের ছাত্র নেতাদের হুমকি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। (তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি SBN Digital )
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রনেতা কলেজের ভিতর মঞ্চে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে হুমকির সুরে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, প্রত্যেককে ক্লাস করতে হবে প্রত্যেক দিন আসতে হবে। তোরা যতজন এখানে আছিস আরো বন্ধুবান্ধবদের জানিয়ে দিবি সাড়ে এগারোটার মধ্যে কলেজে ঢুকতে হবে। প্রত্যেকেই সাড়ে তিনটার পরে যাবি, গেট বন্ধ থাকবে। তার আগে ক্লাস শেষ হলে প্রিন্সিপাল স্যার না হলে আমরা এই যে দু’জন আছি। আমাদের দু’জনের পারমিশন নিয়ে তোদের বের হতে হবে। ভিডিও চলাকালীন এক ছাত্রকে বলতে শোনা যায়, ভাই এটাই ইউনিয়নের পাওয়ার। “এটা পিংলা কলেজ” শুধু ইউনিয়ন কি বলছে শোনো তোমরা। পাশাপাশি ভাষণে ওই ছাত্রনেতা আরও বলতে শোনা গিয়েছে, ক্লাস না করলে কিন্তু তোরা সাপলি ফেল পাবিই পাবি। আর কোনও রকম ভাবে ছাত্র সংসদ থেকে হেল্প পাবি না। 
সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে মঞ্চে যে ছাত্রনেতা বক্তব্য দিচ্ছে তিনি বোধন সামন্ত। ছাত্রনেতা সুপ্রতিম মিশ্র ও মইন শেখ। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু জানান, জানি না ওরা কি বলেছে। তবে বোধন আর সুপ্রতিম আমাদের ছাত্র সংগঠনের কোনও পদে নেই। অনেক ছাত্র-ছাত্রীদের মতো ওরাও হয়তো আমাদের দল বা সংগঠনকে ভালোবেসে সমর্থন করে। ওরা কি টোনে কথা বলেছে, সেটা দেখতে হবে। যদি ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করার পরামর্শ দেয়,সেটা ভালো। কিন্তু যদি হুমকির সুর থাকে, সেটা আমরা কখনই বরদাস্ত করব না। এদিকে পিংলা বিধায়ক অজিত মাইতি বলেন, যে বলেছেন সে ভুল বলেছেন। আমার কাছে যদি ছাত্রর কোন অভিযোগ আসে একদম পার্টি থেকে বের করে দেওয়া হবে।


অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা SFI এর সম্পাদক রনিত বেরা জানিয়েছেন, পিংলা কলেজে বোধন সামন্ত ও সুপ্রতিম মিশ্র এই দুজন ছাত্রের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে। ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালকে অভিযোগ পত্র দিয়েছিল। কিন্তু প্রিন্সিপাল এদের দুজনের কাছে নতি স্বীকার করেন। তারপর পরবর্তীতে এরা স্টুডেন্টদের ডেকে নিয়ে গিয়ে এভাবে হুমকি দেয়। হাইকোর্টের রায়ের পরেও পিংলা কলেজে ইউনিয়ন রুম খোলা হয়েছে। কারণ ওখানে বহিরাগতল লোকেদের নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় মিটিং হয়েছে।