Top NewsDebra News: বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, ডেবরায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক...

Debra News: বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, ডেবরায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি। তার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ল মাটির বাড়ি। আর মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে প্রাণ গেল এক মহিলার। দুর্ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে বহু মাটির বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ডেবরা থানার অন্তর্গত ভবানীপুর অঞ্চল এলাকায়। মৃত মহিলার নাম সূর্যমনি সিং। বয়স ৫৫ বছর। জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে ডেবরা এলাকায় আচমকাই নেমে আসে প্রবল বৃষ্টি। তখন সূর্যমনি সিং বাড়িতে ছিলেন। সেই সময়েই ঘটে বিপত্তি। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই মাটির বাড়ির একাংশ। দুর্ঘটনার তীব্র শব্দ শুনে ছুটে আসে গ্রামবাসীরা। তাঁরা নিজেরাই উদ্ধারে নামেন। পরে ডেবরা থানার পুলিশ পৌঁছে উদ্ধারের কাজে সহায়তা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে ডেবরা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (Block Development Officer) প্রিয়ব্রত রাঢ়ী বলেন, এটি খুব বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক। প্রশাসন ওই মৃত মহিলার পরিবারের সাথে আছে। যা করণীয় তা করা হবে।