SBN Digital: নিজের আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখে সম্ভ্রমহানির আশঙ্কায় এক স্কুল ছাত্রী নিজের বাড়িতেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হয়। ঘটনায় সমাজ মাধ্যমে ওই স্কুল পড়য়া প্রেমিকার ছবি ভাইরাল করায় অভিযোগে প্রেমিক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা। ধৃতের নাম বুদ্ধদেব দেবনাথ। স্থানীয় সমসপুরের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও তথ্য প্রযুক্ত আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেয় বলে অভিযোগ ধৃতের বিরুদ্ধে। সেই ছবি দেখেই লজ্জায় নিজের ওড়না গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। বছর ষোলোর ওই কিশোরী হেমতাবাদের সীমান্তবর্তী চৈনগর পঞ্চায়েতের আসমানহাট এলাকার বাসিন্দা। স্থানীয় বীরগ্রাম হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হেমতাবাদের পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। কিশোরীর দাদার অভিযোগ, “বোনের ছবি পরিকল্পিতভাবে ফেসবুকে না ছড়ালে এই কান্ডটা ঘটত না। ধৃত যুবকের কঠোর শাস্তি হোক। যাতে আর কোনও বোনকে এভাবে না মরতে হয়।” হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে।”
আপত্তিকর ছবি ভাইরালে আত্মঘাতী ছাত্রী, ধৃত প্রেমিক
