Top Newsবাড়ি ফিরলেন পিংলার তিন পরিযায়ী শ্রমিক

বাড়ি ফিরলেন পিংলার তিন পরিযায়ী শ্রমিক

খড়গপুর: বাড়িতে ফিরেছেন বৃহস্পতিবার বিকালে। আর রাত পার হওয়ার পর শুক্রবার সকালেই গুজরাট ফেরত পিংলার তিন পরিযায়ী শ্রমিক সাফ জানিয়ে দিলেন আর সেখানে যাবেন না। এই রাজ্যে তাঁরা কাজ করে জীবিকা নির্বাহ করতে চান। বৃহস্পতিবার বিকালে বাড়ির তিন ছেলে বাড়ি ফিরেছেন। এঁরা হলেন বুদ্ধদেব বারিক, সন্দীপ মাজি ও গণেশ মাজি। এঁদের তিনজনের বাড়ি পিংলা থানার মালিগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের কেলেয়াড়া গ্ৰামে। গত রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত এক বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এই তিনজন সহ মোট ১০ জনকে। সেই বিভীষিকার আতঙ্ক বাড়ির নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরেও চোখে মুখে স্পষ্ট। শুক্রবার সকালে বাড়িতে বসে গত রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বুদ্ধদেব বারিক বললেন ” আমাদের শুধু বাংলাদেশী তকমা লাগিয়ে দিয়েছিল তাই নয়। এমনকি আমাদের আতঙ্কবাদী পর্যন্ত তকমা লাগিয়ে দিয়েছিল গুজরাটের সুরাট থানার পুলিশ। আমি আর সেখানে যাব না। এখানেই যা কাজ জুটবে সেটা করেই পরিবারের ভরণপোষণ করব।” সন্দীপ মাজি নামে অপর এক পরিযায়ী শ্রমিক বললেন ” আমাদের যখন রবিবার রাতে তুলে নিয়ে যায় থানায় তখনই সকলের ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাড়ি ফিরে আসতে পেরে পুরোপুরি মুক্ত মনে হচ্ছে। বাড়ি ফিরতে পেরে খুশি। তবে আর সেখানে যাব না। কারন সেখানে গেলে আবার গুজরাট পুলিশের অত্যাচারের মুখোমুখি হতে হবে। আশা করছি এখানে কাজ পাব।” এই তিনজন ফিরলেও এখনও সুরাতে ১৫ জন রয়ে গিয়েছেন। তারমধ্যে অন্যতম একজন অরূপ জানা। তিনি জানালেন ” দফায় দফায় সকলেই ফিরে যাবেন। তবে ফেরার ভাড়াটুকু জোগাড় করার জন্য এখন সকলেই কাজ করছেন। ১০ দিন কাজ না করলে টাকা পাওয়া যাবে না। তাই সকলেই কোনোক্রমে ১০ দিন কাজ করে ফেরার ভাড়া জোগাড় করে ফিরে যাবেন। আমরা সকলেই এখানে আতঙ্কে রয়েছি।”