SBN Digital: জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বাবা ও ছেলে। দুষ্কৃতীরা দু’জনকেই এলোপাথাড়ি কোপায়। মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচক থানার মসিমপুর বামনগ্রাম অঞ্চলের ইসারপুর মাঠে। ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশের টহল শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তাজামুল শেখ (৫০)। আশঙ্কাজনক অবস্থায় নিহতের ছেলে ফাহিম শেখকে (২৪) মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি মসিমপুর বামনগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মসিমপুর বামনগ্রামের পাশেই রয়েছে ইসারপুর মাঠ। সেই ফাঁকা মাঠ পেরিয়ে এলাকার মানুষের জমিজমা রয়েছে। নিহত তাজামুলেরও জমি রয়েছে সেই মাঠে। রোজকার মতো জমিতে কাজ করে এদিন সন্ধ্যায় বামনগ্রাম ফিরছিলেন বাবা ও ছেলে। দুষ্কৃতীরা সম্ভবত আগে থেকেই ইসারপুর মাঠের ফাঁকা রাস্তায় ওঁত পেতে ছিল। আচমকা বাবা ও ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।
দু’জনকেই কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অনুমান বাসিন্দাদের। খবর পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। বাবার রক্তাক্ত নিথর দেহ পড়েছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ছেলে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীরা জানান, ছেলেটির বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্যে কলহের জেরে ডিভোর্স হয়ে যায়। এনিয়ে দুই পরিবারের বিরোধ ছিল। অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
জমি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হানায় মৃত্যু বাবার, গুরুতর আহত ছেলে
