Top Newsঝোপে নলিকাটা দেহ উদ্ধার

ঝোপে নলিকাটা দেহ উদ্ধার

SBN: ঝোপঝাড়ে ঘেরা জলাশয় থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলার নলি কাটা মৃতদেহ। অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের বুজরুকদিঘা মোড় এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি খুন বলেই এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। তবে নাম-পরিচয় এখনও জানা যায়নি বলেই জানা গিয়েছে। বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া জানিয়েছেন, “মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। অকুস্থল থেকে তেমন কিছু উদ্ধার হয়নি। তাই অনুমান করা হচ্ছে অন্য কোথাও খুন করে দেহ ফেলা হয়েছে।” যদিও সূত্রের খবর, মৃতের পোশাক থেকে নন্দীগ্রাম রুটের বাসের টিকিট পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুজরুকদিঘা মোড় সংলগ্ন রাস্তার ধারের নিকাশির পাশেই রয়েছে একটি জলাশয়। ঝোপঝাড়ে ঘেরা ওই জলাশয়ে মাথা নিচু করা অবস্থায় মাঝবয়সি এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৃতের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। গালে দাড়ি ছিল। গলার নলি কাটা ছিল। পাঞ্জাবির পকেট থেকে বাসের টিকিট পাওয়া গিয়েছে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তি এলাকার নন, অন্যত্র খুন করে দেহ ফেলা হয়েছে বলেই অনুমান গ্রামবাসীদের।