General Newsআধার চলবে না, ভোটার চলবে না! কী চলবে?’ ঘাটালে গিয়ে প্রশ্ন মমতা...

আধার চলবে না, ভোটার চলবে না! কী চলবে?’ ঘাটালে গিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

SBN Digital: এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা। আধার চলবে না, ভোটার চলবে না, কী চলবে? ঘাটালে প্লাবিত এলাকায় গিয়ে এসআইআর ইস্যুতে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন,কেন এত খরচ করে আধার কার্ড করেছিল কেন্দ্র?
বাংলা ভাষা এবং বাংলাভাষীদের ভিনরাজ্যে গিয়ে হেনস্তার অভিযোগ নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতার প্রশ্ন, বাংলা আর কত সইবে? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে অত্যাচার চলছে। এত বড় সাহস, বলছে বাংলা বলে কোনও ভাষা নেই। আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতার মন্তব্য, ‘ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র করেনি।’ তাঁর কথায়, ‘এবার ডিভিসি-র জল ছাড়ার পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। ২০২৬-এর পর ডিভিসির ছাড়া জল কীভাবে আটকানো যাবে পরিকল্পনা হবে। ব্লক লেভেল জনপ্রতিবিধিদের নিয়ে কমিটি হবে। ৭ কোটি টাকা ব্যয়ে পাম্প বসানো হবে। শিলাবতী নদীর ধারে গার্ডওয়াল দেওয়া হবে।’ বর্ষার পর কাজ শুরু হবে বলে জানান মমতা। তিনি জানান, ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। বর্ষা শেষ হলে সার্ভে করা হবে। জল কমলে ক্ষতিগ্রস্ত জমির সার্ভে হবে।