SBN Digital: সাধারণ পোশাকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ছবি তুলছেন এক সিভিক ভলান্টিয়ার। এমন দৃশ্য চোখের সামনে দেখতে গাড়ি থামালেন শুভেন্দু। সিভিক পুলিশকে কাছে ডেকে তাঁর কাঁধে হাত দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ক্যামেরার সামনে বললেন, ‘এই পোশাক পরেই মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার টাকা তুলে দেয় ভাইপোকে।’ পরে শুভেন্দুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন সিভিক ভলান্টিয়ার। এমনই এক ভিডিও ঝড় তুলল গোটা উত্তরবঙ্গে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি SBN DIGITAL)।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জলঢাকা এলাকায়। এদিন শুভেন্দু অধিকারী কোচবিহার সফরে যাচ্ছিলেন। সেই সময় জলঢাকা সেতু পার হওয়ার পর সাধারণ পোশাকে সিভিক ভলান্টিয়ার নির্মল সরকার ডিউটি করছিলেন। বিরোধী দলনেতার গাড়ির ছবি তুলতেই শুভেন্দু নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন এবং তাঁর নাম পরিচয় জানতে চায়। তখন সে জানায় তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। নাম নির্মল সরকার। এরপরই সিভিকদের নিয়ে কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে।
অন ক্যামেরা শুভেন্দু বলেন, ‘ট্রাফিকের ডিউটি করো আর টাকা তুলে আইসিকে দাও। সেখান থেকে ভাইপোর কাছে চলে যায়৷’ এরই মধ্যে সিভিক ভলান্টিয়ার শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ক্ষমাও চেয়ে নেয়। পরে বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীর ক্যামেরার সামনে দাড়িয়েও একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায় ওই সিভিক ভলান্টিয়ারকে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
শুভেন্দুর পা ধরে ক্ষমা চাইলেন সিভিক ভলান্টিয়ার! ভাইরাল ভিডিও
