রাজ্যKeshiyari News: সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল গাড়ি, মৃত ১ আহত ১

Keshiyari News: সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল গাড়ি, মৃত ১ আহত ১

নিজস্ব সংবাদদাতাঃ একটি পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আর জখম এক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কেশিয়াড়ি থানার খাজরা গ্ৰাম পঞ্চায়েতের ল্যাঙ্গামারা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সমীরণ পাত্র ওরফে দীপ(৩০)। বাড়ি কেশিয়াড়ি থানার বাঘাস্তি গ্ৰাম পঞ্চায়েতের দিপা গ্ৰামে। আর জখম যুবক শুভেন্দু সাহু বর্তমানে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৫ বছরের এই যুবকের বাড়ি বেলদা থানার বাস্তুপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে একটি চার চাকার গাড়িতে চেপে এই দুজন খড়গপুরের দিক থেকে কেশিয়াড়ির দিকে যাচ্ছিলেন খড়গপুর -কেশিয়াড়ি রাজ্য সড়ক ধরে। গাড়িটি চালাচ্ছিলেন শুভেন্দু। পথের মাঝে ল্যাঙ্গামারা ও হাতিগেড়িয়া এলাকার মাঝে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে গাড়িটি অনেকটা নিচে জল কাদায় ভরা একটি ধান জমিতে আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটির ভেতর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত কেশিয়াড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে সমীরণকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। আর অবস্থা গুরুতর থাকায় গাড়ির চালক শুভেন্দুকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান বৃষ্টির কারনে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।