Keshiyari News: সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল গাড়ি, মৃত ১ আহত ১
নিজস্ব সংবাদদাতাঃ একটি পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আর জখম এক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কেশিয়াড়ি থানার খাজরা গ্ৰাম পঞ্চায়েতের ল্যাঙ্গামারা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সমীরণ পাত্র ওরফে দীপ(৩০)। বাড়ি কেশিয়াড়ি থানার বাঘাস্তি গ্ৰাম পঞ্চায়েতের দিপা গ্ৰামে।
