Top NewsSabang News: বেনেদীঘি সার্বজনীন দূর্গা উৎসব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও...

Sabang News: বেনেদীঘি সার্বজনীন দূর্গা উৎসব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বেনেদীঘি সার্বজনীন দূর্গা উৎসব সংঘের উদ্যোগে ও ডেবরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। আজ বেনেদীঘি হাইস্কুলে গাছ রোপণের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ।  এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে দশজন মহিলা। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সংকট মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে। এই মহতী অনুষ্ঠানে রক্তদানের হাতে শংসাপত্র, মোমেন্টো ও চারা গাছ তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ, বিশিষ্ট সমাজসেবী বিকাশ ভূঁইয়া, দুর্গা উৎসব সংঘের সম্পাদক বিপ্লব ভৌমিক-সদস্য দেবজ্যোতি দাস, গৌতম মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা ব্লাড ফোরাম এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জগদীশ মাইতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে কমিটির মূল উদ্যোক্তা দেবজ্যোতি দাস বলেন, রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি, প্রসূতি মা এবং ক্যান্সার,থ্যালাসেমিয়া রোগীদের মতো বিভিন্ন মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে। রক্তদান শিবির আয়োজন করে রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ানো যায় এবং ভুল ধারণা দূর করা যায়। এটি সামাজিক দায়িত্ব যা সমাজের দুর্বল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।