SBN Digital: নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার থানার ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের স্রোতেরপোলের শুকদেবপুরে। মৃত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরেন্দ্রনাথ তেমন কিছুই করতেন না। ছেলে সুপ্রিয়ও কিছুই করত না। দীর্ঘদিন ধরেই সে মাদকাসক্ত। কেবল নেশা করে এদিক-ওদিক ঘুরে বেড়াত। তাঁর আত্মীয়-স্বজন তাঁর কাজের জোগাড় করলেও তাতে বিশেষ আগ্রহ দেখায়নি সে। এদিকে নেশা করার জন্য বাবার কাছে প্রায়ই টাকা চাইতেন সুপ্রিয়। তা নিয়ে বাবা-ছেলের অশান্তি লেগেই ছিল। ফের নেশা করার জন্য বাবার কাছে টাকা দাবি করে সুপ্রিয়।
টাকা দিতে না পারায় হরেন্দ্রনাথের সঙ্গে ছেলের বচসা বাধে। একসময় তা চরম পর্যায়ে পৌঁছলে ঘর থেকে ছুরি নিয়ে এসে বাবাকে পরপর আঘাত করে সে। এরপর রক্তাক্ত বাবাকে বাড়ির উঠোনে ফেলে রাখে। বাড়িতে বাবা ও ছেলে ছাড়া আর কেউ না থাকায় খুনের ঘটনার কথা জানাজানি হতে অনেকটাই সময় লেগে যায়। প্রতিবেশীরা জানান, তাঁরা প্রতিদিনের মতো এদিন সন্ধ্যাতেও বাবা ছেলের বচসা হচ্ছে জানতে পারলেও কেউই বিশেষ তেমন মাথা ঘামাননি। কিন্তু হরেন্দ্রনাথ যে ছেলের হাতে খুন হয়ে গিয়েছেন তার বিন্দুবিসর্গও তাঁরা আঁচ করতে পারেননি।
রাতে সন্দেহ হওয়ায় খোঁজখবর করতেই খুনের বিষয়টি তাঁরা জানতে পারেন। পুলিশকে খবর দেন প্রতিবেশীরাই। পুলিশ এসে বাবার রক্তাক্ত দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ছেলে সুপ্রিয় বৈদ্যকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রুজু করা হয়েছে খুনের মামলাও।
নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে
