Top NewsDebra News: দীর্ঘ প্রতীক্ষার অবসান খুলতে চলেছে বালিচক রেলগেট! কবে খুলছে?

Debra News: দীর্ঘ প্রতীক্ষার অবসান খুলতে চলেছে বালিচক রেলগেট! কবে খুলছে?

SBN Digital: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ডেবরা ব্লকের বালিচক রেলগেট খুলে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ডেবরা ব্লক কার্যালয়ে বিডিওর উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। সেখানে আগামী ১৬ আগস্ট থেকে বালিচক রেলগেট খুলে দেওয়ার একটি প্রস্তাব নেওয়া হয়েছে। আর এই প্রস্তাব জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। ফলে স্বাধীনতা দিবসের পরের দিন ১৬ আগস্ট থেকে বালিচক রেলগেট খুলে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বালিচক রেলগেট খুলে দেওয়ার পর এখন শুধুমাত্র বাইক সহ জরুরী ভিত্তিতে চার চাকার গাড়ি যাতায়াত করতে পারবে। পরে পরিস্থিতি বুঝে অন্যান্য যানবাহন চলাচল করার অনুমতি দেওয়া হবে। এই ব্যাপারে ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বললেন ” বালিচক রেলগেট খুলে দেওয়ার একটি প্রস্তাব নেওয়া হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয় নি।” তবে বৈঠকে উপস্থিত থাকা ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বললেন ” সোমবার জেলাশাসক ডেবরায় আমাদের পাড়া, আমাদের সমাধানের একটি শিবিরে এসেছিলেন। তখনই আমি তাঁকে অনুরোধ করি বালিচক রেলগেট খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য। তারপরেই প্রক্রিয়া শুরু হয়। আশা করছি আগামী ১৬ আগস্ট থেকে বালিচক রেলগেট খুলে দেওয়া হবে।” পাশাপাশি তিনি জানিয়েছেন বালিচক উড়ালপুল নির্মাণের কাজে রাজ্য সরকারের করণীয় যা কিছু করা হয়েছে। এবারে রেলের দায়িত্ব দুই প্রান্ত যুক্ত করা। আর এই কাজে রেল গাফিলতি করলে দল আন্দলনে নামবে। এদিকে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী বললেন ” আমরাও শুনলাম আগামী ১৬ আগস্ট থেকে বালিচক রেলগেট খুলে দেওয়া হবে। তবে আমাদের দাবি এবারে যাতে এই রেলগেট দিয়ে বাইক সহ সমস্ত ধরনের যানবাহন বিশেষ করে স্কুল বাসগুলি যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত খড়গপুর -হাওড়া রেলশাখার বালিচক স্টেশনের কাছে রেলগেটের উপর একটি উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়েছে। গত বছরের ২৮ নভেম্বর থেকে বালিচক রেলগেট বন্ধ করে দেওয়া হয় উত্তর ও দক্ষিণ প্রান্তে পিলার বসানোর কাজ শুরু হওয়ায়। কথা ছিল তিন মাসের মধ্যে এই কাজ শেষ করে ফের বালিচক রেলগেট খুলে দেওয়া হবে। কিন্তু সেই পিলারগুলি বসানোর কাজ শেষ হয়ে যাওয়ার পরেও বালিচক রেলগেট খুলে না দেওয়ায় গোটা ডেবরা ব্লকের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও এবারে রেলগেট খুলে যাওয়ার খবরে খুশির হাওয়া ডেবরায়।