Top Newsতৃণমূল কাউন্সিলরের হোটেল থেকে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ১

তৃণমূল কাউন্সিলরের হোটেল থেকে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ১

SBN Digital: এবার ইংলিশবাজার পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের হোটেল থেকে কোটি টাকার মাদক ব্রাউন সুগার সমেত বিহারের এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ টাউন স্টেশন সংলগ্ন শহরের ঝলঝলিয়া এলাকার ওই হোটেলে তল্লাশি চালায় ইংলিশবাজার থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় আনন্দ রাজ নামে বছর উনিশের এক যুবককে বলে জেলা পুলিশ সূত্র জানিয়েছে। ধৃতের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে অনুমান পুলিশের। জেলা পুলিশ জানিয়েছে, ধৃত আনন্দ রাজের বাড়ি বিহারের খাগরিয়া জেলার মালগুদাম রোড এলাকায়। পুলিশের জেরায় ধৃত যুবক জানিয়েছে, ওই হোটেলে বসেই ব্রাউন সুগার সংগ্রহ করে সে বিহারে নিয়ে যায়। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়েছে সে। ধৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে কালিয়াচকের জালালপুরের জনৈক মোবারকের কাছ থেকে ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার পেয়েছিল। মালদহ থেকে সে বিহারের জামালপুর স্টেশনে নিয়ে যেত। তারপর ভাগলপুর জেলার বারিয়ারপুরে সে ওই মাদক পাচার করত। সে পুলিশকে জানিয়েছে, বিহারের নীতিশ যাদবের (২৭) কাছে ওই মাদক সে হস্তান্তর করত। কিন্তু তার আগেই সে পুলিশের জালে ধরা পড়ে যায়। ইংলিশবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেল থেকে মাদক সমেত বিহারের পাচারকারী ধরা পড়ায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছ পড়েছে।
ওই হোটেলের মালিক তথা পুরসভার কাউন্সিলর গৌতম দাস বলেন, “নিয়ম মেনে আধার কার্ড-সহ প্রয়োজনীয় নথি দেখে ওই যুবককে হোটেলের রুম ভাড়া দেওয়া হয়েছিল। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ওই যুবকের অন্য কোনও সম্পর্ক নেই।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।