Top NewsSabang News: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া...

Sabang News: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল ফেরত পেলেন মালিকরা

নিজস্ব প্রতিনিধি: তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ কেউ হালই ছেড়ে দিয়েছিলেন। তো কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ায় অনলাইন ক্লাস করতেই বেগ পেতে হচ্ছিল। শুধু তাই নয়, মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাঁদের সেই মুশকিল আসান করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও সবং থানার ব্যবস্থাপনা বিভিন্ন জায়গা থেকে চুরি ও হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের (khoj App) এর সাহায্যে সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তাঁরা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল স্বাধীনতা দিবসের দিনেই প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সবং থানার পুলিশ। কেউ দেড় বছর পর তো কেউ আবার ১ মাস পর ফিরে পেলেন তাঁদের খোয়া যাওয়া মোবাইল। শুক্রবার সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহের হাত থেকে মোবাইল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ২০ জনের হাতে আজ চুরি ও হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। এর আগেও অনেক গ্রাহকের হাতে এবং থানার পক্ষ থেকে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল তুলে উদ্ধার করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটিই অনুরোধ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল দ্রুততার সঙ্গে ফিরে পেতে সুবিধা হয়।তাই এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ করাই ভালো।