SBN Digital: স্বাধীনতা দিবসে স্কুলে প্রভাত ফেরি চলাকালীন ভিমরুলের কামড়ে আহত স্কুলের শিক্ষক সহ ৩০ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের পক্ষ থেকে সাইড্রাম সহযোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা সাইড্রাম বাজিয়ে যাওয়ার সময়। একটি বট গাছের কাছে আচমকাই ভিমরুল পোকা কামড় দেয়। তখনই প্রভাত ফেরী ছেড়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে স্কুলে ছাত্র-ছাত্রীসহ শিক্ষকেরা। এই ঘটনায় ইতিমধ্যে এক শিক্ষক সহ প্রায় ৩০ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে সাতজন গুরুতর আহত। আহতদের ইতিমধ্যে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার খবর পেয়ে, তড়িঘড়ি রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ সবং থানার পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র সহ অন্যান্য প্রশাসনের কর্তারা হাসপাতালে আহত ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। ঘটনার ব্যাপারে বুবাই ঘোড়াই নামে ওই স্কুলের এক ছাত্র জানান, সকাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
তারপর সাইড্রাম সহযোগী স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি চলছিল। রাস্তায় সাইড্রামের আওয়াজে হঠাৎই ভিমরুল কামড় দেয়। তখনই আতঙ্কে ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা ছোটাছুটি শুরু করে। ভিমরুলের কামরে ৩০ জন আহত হয়েছে। তার মধ্যে গুরুতর আহত হয়েছে ৭ জন। তাদের মধ্যে এক পড়ুয়া ও শিক্ষকের অবস্থা আশঙ্কা জনক হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sabang News: স্বাধীনতা দিবসে স্কুলে প্রভাত ফেরির সময় ছাত্র-ছাত্রীদের ভিমরুলের কামড়, আহত ৩০
