Top NewsWest Medinipur: মাঠে ঢুকে রেফারিকে লাথি তৃণমূল নেতার ভাইপোর, গ্রেপ্তার করল পুলিশ

West Medinipur: মাঠে ঢুকে রেফারিকে লাথি তৃণমূল নেতার ভাইপোর, গ্রেপ্তার করল পুলিশ

SBN Digital: মাঠের ভেতর বেশ চলছিল ফুটবল খেলা। আচমকাই মাঠের ভেতর ঢুকে পড়লেন এক তৃণমূল নেতার ভাইপো। এরপরেই সেই নেতার ভাইপো সজোরে লাথি মারেন রেফারিকে। এমনই ঘটনার অভিযোগ উঠেছে মেদিনীপুরে। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে বিজেপির তরফে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজা খাঁ। স্থানীয় পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের ভাইপো তিনি। অভিযুক্তের বাবা হিমাদ্রি খাঁ তৃণমূলের জেলা সহ-সভাপতি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ছোটদের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল শুক্রবার। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন লক্ষণ মাণ্ডি। খড়্গপুর সাব-ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি SBN DIGITAL) দেখা যাচ্ছে, মাঠের ভেতরে ঢুকে পড়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছেন রাজা। এরপরেই রেফারির পেটে সজোরে লাথি মারেন তিনি। জানা গিয়েছে, একটি গোল বাতিল করানো নিয়েই এই ঝামেলার সূত্রপাত হয়।
এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘রেফারিকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের সংস্কৃতি। তা ভোটের ময়দানে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক বা স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এই পুঁচকেপাঁচকা তৃণমূলী রাজা খাঁ হোক।’’এই প্রসঙ্গে তিনি আরও জানান, ওই রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত। সেই কারণে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে তফসিলি জাতি ও উপজাতি আইনে এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।
এই বিষয়ে অভিযুক্তের কাকা তথা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ বলেন, ‘‘বিষয়টি আমার জানা ছিল না। আমি খেলার মাঠের ধারেকাছে যাইনি। এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। সকালে ঘটনার ভিডিও আমি দেখেছি। এর নিন্দা জানানোর ভাষা আমার নেই। যে এই কাজ করেছে, অবিলম্বে তাঁর রেফারির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। সম্পর্কে সে আমার ভাইপো হতে পারে। কিন্তু অন্যায় করে কেউ ছাড় পাবে না।’’