Top Newsজাতীয় সড়কের ওপর দাউ দাউ করে জ্বলছে বাস! তারপর?

জাতীয় সড়কের ওপর দাউ দাউ করে জ্বলছে বাস! তারপর?

SBN Digital: মুহূর্তে বদলে গেল ছবি! যাত্রী ভর্তি সরকারি বাসের ভেতরে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। প্রাণভয়ে এদিকে-ওদিকে ছুট লাগালেন যাত্রীরা। সঙ্গে শোনা গেল আর্তনাদ। সপ্তাহের প্রথম দিন এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘী এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১২ নম্বর জাতীয় সড়কের দু’পাশে সাধারণ মানুষ তখন থমকে দাড়িয়ে। হঠাৎ কি এমন কাণ্ড ঘটল কেউই কিছুই বুঝে উঠতে পারছে না। বাসের ড্রাইভার মুর্শিদাবাদের সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড় এলাকায় আচমকাই থামিয়ে দিলেন গাড়ি। বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়া বাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ল আগুন। বাসের মধ্যে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে শুরু করলেন চিৎকার। তাদের চিৎকার শুনে স্থানীয় মানুষেরাই এগিয়ে এলেন উদ্ধারকাজে।
এদিকে, ঘটনার খবর পেতেই ছুটে আসেন সাগরদিঘী থানা ও দমকল বাহিনী। জল দিয়ে ওই আগুন নেভানোর কাজ যেমন শুরু করেন। পাশাপাশি খোঁজ নেন বাসের মধ্যে থাকা যাত্রীরা সুস্থ রয়েছেন কিনা। কীভাবে বাসের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, অগ্নিদগ্ধ বাসটিকে ক্রেনের সাহায্যে জাতীয় সড়কের উপর থেকে সরানো হয়েছে।