Top NewsAccident: লরির সঙ্গে বাইকের দুর্ঘটনা,সবংয়ে মৃত্যু যুবকের

Accident: লরির সঙ্গে বাইকের দুর্ঘটনা,সবংয়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি আর যাওয়া হল না, বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বাড়জীবন এলাকায় ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তেমাথানি-সবং রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারল একটি বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম অর্পণ ঘোষাল (৩৫)। বাড়ি ডাংগাবাড়ি এলাকায়। এদিন অর্পণ কাজ শেষে তেমাথানির দিক থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়জীবন পেট্রোল পাম্প এর কাছে পৌঁছতে বিপত্তি ঘটে। চোখের পলকে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে।ধাক্কার তীব্রতায় বাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা সবং থানায় দ্রুত খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আগামীকাল মঙ্গলবার ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।