Top NewsWest Medinipur: ঘাটালে গর্ত খুঁড়ে যা পাওয়া গেল?

West Medinipur: ঘাটালে গর্ত খুঁড়ে যা পাওয়া গেল?

নিজস্ব সংবাদদাতাঃ ছোট্ট গোল মাথা। গায়ে চাপ চাপ রক্ত। তুলতুলে হাতের আঙুল। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ন’নম্বর শ্রীরামপুর ওয়ার্ডে গর্ত খুঁড়ে একটি মানব ভ্রুণ উদ্ধার করল পুলিশ। অন্যতম ব্যস্ত এলাকা এই শ্রীরামপুর। এখান থেকে এভাবে মানব ভ্রুণ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। ভ্রুণটির বয়স প্রায় ৮ থেকে ৯ মাস হতে পারে বলে অনুমান করছেন এলাকার লোকজন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘাটাল পৌরসভার ন’নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় একটি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করছিল। তখনই তারা একজন ব্যক্তিকে কোদাল নিয়ে যেতে দেখে। তারপরে এই বিষয়টি এলাকায় জানাজানি হতেই। ওই ওয়ার্ড জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মাটিতে ধূপের কাঠি গাঁথা রয়েছে। ঘটনা সম্পর্কে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হওয়া। 
পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শঙ্খ চ্যাটার্জি। তারপর পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে গর্ত থেকে একটি পূর্ণাঙ্গ ভ্রুণ উদ্ধার করা হয়। এভাবে ভ্রুণ উদ্ধারে হতবাক হয়ে পড়েন ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় অধিকাংশদের অনুমান, হতে পারে কোন কুমারী মা হয়তো ফেলে দিয়েছেন। আবার অন্য কোন কারণ থাকতে পারে। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, বুধবার সকালে খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শ্রীরামপুর এলাকা থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি কেউ জড়িত আছে কিনা এবং কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্রূণটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হবে।