SBN Digital: এলপিজি ট্যাংকার-পিকআপ ভ্যানের সংঘর্ষ। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে পঞ্জাবের হোশিয়ারপুর জেলার মান্দিয়ালা গ্রামের কাছে। ট্যাংকার উলটে গ্যাস বেরোতে শুরু করে এবং আগুন লেগে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। জখম ৩০ জনেরও বেশি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানের সঙ্গে এলপিজি বোঝাই ট্যাংকারটির কোনওভাবে ধাক্কা লাগে। ফলে এলপিজি বোঝাই ট্যাংকারটি উলটে যায়। কিছুক্ষণের মধ্যে ট্যাংকার থেকে গ্যাস লিক করতে শুরু করে। তাতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় অন্তত ১৫টি দোকান এবং ৪টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের শরীরে ৩০ থেকে ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোশিয়ারপুর-জলন্ধর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাস্থলের আশেপাশের এক কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা, পুলিশ ঘটনাস্থলে যান। বিস্ফোরণস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে গ্যাসের প্ল্যান্ট রয়েছে বলে জানা গিয়েছে। তবে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। হোশিয়াপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।
LPG গ্যাস ট্যাংকার-পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ২, আহত ৩০
