রাজ্যলিভ-ইন সঙ্গীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার মহিলা

লিভ-ইন সঙ্গীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার মহিলা

SBN Digital: লিভ-ইন সঙ্গীর সঙ্গে সম্প্রতি আরেক মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল। তা মেনে নিতে না পেরে লিভ-ইন সঙ্গী যুবকের চোখে ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠল পার্টনারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়।
আক্রান্ত যুবকের নাম শ্যামল দাস। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে লিভ-ইন সঙ্গী প্রতিমা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১২ বছর ধরে প্রতিমা দাস ও শ্যামল দাস একসঙ্গে বসবাস করছিলেন। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক না থাকলেও স্থানীয় মহলে তাঁরা দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন। সম্প্রতি শ্যামল দাসের সঙ্গে অন্য এক মহিলার ঘনিষ্ঠতা তৈরি হয়।
এই বিষয়টি জানার পর থেকেই শ্যামল ও প্রতিমার মধ্যে অশান্তি চরমে ওঠে। প্রায়শই বাদানুবাদ হত দুজনের মধ্যে। শনিবার রাতে ঘটনার দিনও বাগবিতণ্ডা চলছিল। সেই সময় আচমকাই প্রতিমা রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে শ্যামলের চোখে আঘাত করেন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন শ্যামল।
স্থানীয়রা তাঁর চিৎকার শুনে ছুটে এসে দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্যামল। তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রতিমাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।