SBN Digital: প্রতি বছরের মতো আড়ম্বরের সঙ্গে পালিত হল তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা। কয়েক লক্ষ ভক্তের সমাগম ছিল কৌশিকী আমাবস্যা উপলক্ষে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মা’কে পুজো দিলেন মা তারার ভক্তরা। ভক্তির পাশাপাশি প্রতি বছরের মতো অমাবস্যার এই দু’দিন তারাপীঠে মদের দোকানগুলিতে কয়েক কোটি টাকার মদ বিক্রি হল। তবে কত কোটি টাকার মদ বিক্রি হয়েছে শুনলে ঘাবড়ে যাবেন আপনি। বিশ্বাসই করতে পারবেন না! আবগারি দফতর সূত্রে খবর প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকার।
মোট মদ বিক্রি ৪ কোটি ৪৪ লক্ষ টাকার! তবে এবছর মদ বিক্রিতে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, ATM কাউন্টারগুলিতে টাকা না থাকা ও সাইবার প্রতারনার কারণে UPI পেমেন্ট নেওয়া বন্ধ করেছে বেশিরভাগ ব্যবসায়ীরা। তাই কিছুটা বিক্রি কম হয়েছে। ২৫ মদের দোকানে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্ট তিন দিনে মদ বিক্রি প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকার।
Liquor Cell: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিক্রি হল কোটি কোটি টাকার মদ! পরিমাণ জানেন?
