Top NewsViral Video: দাসপুরে বেহাল রাস্তা,খাটিয়ায় রোগী বইলেন পরিজন

Viral Video: দাসপুরে বেহাল রাস্তা,খাটিয়ায় রোগী বইলেন পরিজন

SBN Digital: বেহাল রাস্তার জেরে ফের চরম ভোগান্তির মুখোমুখী এক বৃদ্ধা। নারায়ণগড়-সবংয়ের ঘটনার পর হুঁশ ফিরল না,আবারও একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরে। দাসপুর ব্লকের সীমানা গ্রামে রাস্তা বহুদিন ধরে বেহাল। কয়েকদিনের বৃষ্টিতে আরও শোচনীয় হয়ে পড়েছে। ওই এলাকায় স্টোকে আক্রান্ত হন এক বৃদ্ধা। কাদা রাস্তা হওয়ায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারিনি ওই গ্রামে। বাধ্য হয়ে অসুস্থ বৃদ্ধাকে খাটিয়াই করে চাপিয়ে কাদামাটি রাস্তা পেরিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হল। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর ধরে সীমানা গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল অবস্থা। ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে সমাধান হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। দিনকয়েক আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও একই ধরনের ঘটনা সামনে আসে। গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সানদেউলি গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তার এমনই শোচনীয় অবস্থা, যে গাড়ি, বাইক তো দূরের কথা, সাইকেল অবধি চালানো দুষ্কর। গত বুধবার সেখানেই সরস্বতী সামাট নামে এই হৃদরোগে আক্রান্ত হন। তখনই হাসপাতালে নিয়ে যেতে হত। কিনতু পরিবারের দাবি, এই রাস্তায় কোনও অ্য়াম্বুল্য়ান্স ঢুকতেই রাজি হয়নি। বাধ্য় হয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে বাঁশের ডুলিতে চাপিয়ে রওনা দেন পরিবারের সদস্য়রা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর আগে নারায়ণগড়েই কাদায় ভরা রাস্তায় প্রসূতিকে নিয়ে আটকে পড়েছিল গাড়ি। শেষ অবধি গাড়িতেই প্রসব করাতে হয়। এই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টনক নড়ে প্রশাসনের। রাস্তা মাপার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় মাপজোক। তবে এই ছবি যে শুধু জেলার তা নয়। খাস কলকাতাতেও একাধিক রাস্তা খানাখন্দে ভরা। তাতে ক্ষোভের পাহাড় জমছে। তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।